ছড়া : মন খেলা
মন যা চায় তাই সাজায় কল্পনায়,
পেরিয়ে যায় সব বাধা।
সপ্তপায় সব রাঙায় রঙ খেলায়,
গুলিয়ে দেয় সব ধাঁধা।
নীলগিরি জল বারি সব ছাড়ি,
ঊর্ধ্বে মন যায় ছুটি।
মন সিড়ি দেয় পারি মেঘবাড়ি,
সব নিয়ম দেয় টুটি।
হয়না শেষ হচ্ছে পেশ নানান দেশ,
মন ছোটে মন খুলে।
ঘুড়ছে বেশ কষ্ট ক্লেশ নেইতো রেশ,
হারিয়ে যায় সব ভুলে।
মন চলে ঢুলঢুলে চোখ খুলে,
চায়না সে পিছপানে।
যায় খেলে তুলতুলে মেঘ পেলে,
মন সুখের ঘুম আনে।
সূর্য ছোঁয় জোছনা ধোয় শূণ্যে শোয়,
মন নানান জাল বোনে।
জল কুয়োয় জোনাক থোয় রাত পেরোয়,
কুনো ব্যাঙের গান শুনে।
রাত আঁধার চাঁদ মামার নীল জামার,
নীল আলো দেয় ধরা।
মন আমার নেয় না আার নাম থামার,
পুড়িয়ে দেয় সব জড়া।
ঝাউ বনে শাল বনে আনমনে,
মন ছোটে দিগ্বিদিক।
মন জানে কোন কোণে কোন দিনে,
নতুন রোদ দেয় ঝিলিক।
আবছায়ায় কোন মায়ায় মন কায়ায়,
মন কেন মন বাঁধে?
জল ধারায় সুখ তারায় মন হারায়,
মন পালায় কোন সাধে?
মন আসে মন ভাসে জল ত্রাসে,
মন বসায় রঙ মেলা।
দিনশেষে মন বসে খুব হাসে,
মন খেলে মন খেলা।
Comments
Post a Comment