প্রতীক্ষা - মেহনাজ রহমান


দেখি তোমায় দু'চোখ ভরে,
ভরে না তবু মন।
তোমায় দেখার জন্য এ মন,
ব্যাকুল সারাক্ষণ।

আঁকে শুধু তোমার ছবি,
রঙ তুলিহীন মন।
ডিঙ্গি নৌকা ভাসছে স্রোতে,
পায়না কোনো কোন।

আবেগ বিবেক সব ভুলে যাই,
দেখলে যে ওই হাসি।
জীবন, মরন, তুমিই স্বপন,
তোমায়ই ভালোবাসি।

ভাল কেন বাসি তোমায়,
জানতে যদি চাও।
বলো না তুমি হেসে আমায়,
"ভয়টা কেন পাও"?

হাতটা যদি ধরো আমার,
চলবো পাশাপাশি।
বয়সটাকে এড়িয়ে যাবো,
হোক না যে সে আশি।

আশায় আছি, আশায় বাঁচি,
তোমার প্রতীক্ষায়।
কখন এসে বলবে আমায়,
ভালোবাসি শুধুই যে তোমায়।


প্রতীক্ষা-মেহনাজ রহমান অতিশী

Comments